খড়দা থানা এলাকায় কুপিয়ে খুন! TMCP নেতার প্রাণ গেল কার হাতে?

Spread the love

খড়দা টিটাগড় চত্বরে কান পাতলে শোনা যায়, এই এলাকায় বিরোধী দল বলে কিছু নেই। যা আছে তার সবটাই তৃণমূল কংগ্রেস। অনেকে আবার বলেন, তৃণমূল যেমন এই এলাকাগুলোয় একক সংখ্যাগরিষ্ঠ, ঠিক তেমনি তৃণমূলই তৃণমূলের বিরোধী। হোলির দিনে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল খড়দা থানায় এলাকায়। তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক তথা কর্মী আকাশ চৌধরী ওরফে অমর। বয়স ২৪। ব্যারাকপুরের মহাদেবানন্দ কলেজের ছাত্র। পরিবার সূত্রে দাবি, পুরনো সমস্যা ছিল পবন রাজভড় নামের এক যুবকের সঙ্গে। পবন, কানহাই এবং রানা নামের তিনজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ। ইতিমধ্যে কানহা গ্রেফতার। নিহত আকাশ, কাউন্সিলর বিকাশ সিং ঘনিষ্ঠ। ফলে শুভেন্দু অধিকারী বিকাশ সিংয়ের সঙ্গে অপর গোষ্ঠীর শত্রুতাকেই দায়ী করেছেন। এলাকা দখলকেই দায়ী করছে বিজেপি। পরিবারের দাবি, ৩১ ডিসেম্বর আকাশকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। তিন মাস ঘুরতে না ঘুরতেই হুমকি বদলে গেল বাস্তবে। এলাকায় রং খেলার সময় আকাশকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় পবন। এমনটাই অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। আর জি কর হাসপাতালে নিয়ে গেলে ছটফট করতে করতেই মৃত্যু হয় আকাশের। শাস্তির দাবি তুলল পরিবার।
একই দিনে কুপানোর অভিযোগ উঠল জগদ্দলে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *