বিজেপি আশ্রিত দুষ্কৃতী। তাদের হাতেই আক্রান্ত তৃণমূলের কংগ্রেসের উপপ্রধান বিপ্লব বর্মণ। এমনই অভিযোগ সন্দেশখালিতে। বিজেপি এই দাবি উড়িয়ে দিয়েছে। পালটা তাদের দাবি, শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে এই হামলা করা হয়েছে।
১ লা বৈশাখ উপলক্ষে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় সন্দেশখালি ব্লক ২ এর খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা স্কুল মাঠে। বৈঠকের উদ্দেশ্যে রওনা দেয় খুলনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব বর্মণ। তাঁর দাবি, রাস্তায় তাকে আটকে দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতী রণজিৎ দাস, দীপঙ্কর সরদার, নিমাই মণ্ডল। এরপরই উপ প্রধানের উপর চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করে। রাস্তায় ফেলে বাঁশ, লাঠি দিয়ে। এ বিষয়ে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে উপপ্রধান। এই ৩ জনের নামে তিনি অভিযোগ জানিয়েছেন। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছেন খুলনা অঞ্চলের উপপ্রধান। অন্যদিকে, বিজেপির দাবি শাসক দলের গোষ্ঠী কোন্দলে আক্রান্ত হয়েছে পঞ্চায়েতের উপপ্রধান। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।