দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এখানকার তৃণমূল নেতাকে গুলি করে খুন। মৃত্যু নিশ্চিত করতে একাধিকবার কোপানোর অভিযোগ।ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। তাঁকে বৃহস্পতিবার রাতে রাস্তায় গুলি করে দুষ্কৃতীরা। কম করে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। ভাঙড় থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ তৃণমূল নেতা রাজ্জাক। এলাকায় ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ বলেই পরিচিত রাজ্জাক। ভাঙড়েই তাঁকে গুলি করে খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের আধিকারিকরা। সূত্রের খবর, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ নওশাদ সিদ্দিকীর দলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন শওকত মোল্লা। যদিও তারা একে গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছে।
গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা, মৃত্যু নিশ্চিত করতে একাধিক কোপ!
