মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অক্সফোর্ডে বাম অতি বামেরা অপমান করেছে তার ভাষণ চলাকালীন। সেই নিয়ে তৃণমূলের ছাত্র যুবরা প্রতিবাদ না করে ঘুমিয়ে আছে এমনই অভিযোগ তুললেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এর আগেও আরজি কর কাণ্ডে তৃণমূলের ছাত্র যুবরা চুপ থাকায় সমালোচনা করেছিলেন কল্যাণ। এবার অক্সফোর্ড কাণ্ডেও একই জিনিস দেখে তীব্র সমালোচনা করেন তাদের।
সংবাদমাধ্যমে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “ছাত্রদের কথা আর কেন জিজ্ঞাসা করছেন? ওরা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকতে দিন। ওদের আর জাগাবেন না।” কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আরো বলেন, যারা জেগে ঘুমিয়ে থাকে, তারা ঘুমিয়েই থাক।
আরজি কর কাণ্ডে নবীন প্রজন্ম সেভাবে পথে না নামায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের বিদ্ধ করেছেন। অক্সফোর্ডেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে অসভ্যতা হয়েছে তার বিরুদ্ধে ছাত্র যুবরা প্রতিবাদ না করায় ক্ষুব্ধ তিনি।