পাহেলগাঁও ঘটনার পর প্রত্যাঘাত করছে ভারত। পাক নাগরিকদের নিশা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। পাকিস্তানি নাগরিকদের দেওয়া ভারতীয় ভিসা ২৭ এ এপ্রিল থেকে বাতিল বলে ধার্য করা হবে জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে। ফলে তড়িঘড়ি এ দেশ ছাড়তে শুরু করেছে পাকিস্তানিরা। এই লড়াই আলাদা করে দিল মা ও সন্তানকেও। বিদেশ মন্ত্রকের এই সিদ্ধান্তে পাকিস্তানের ফিরে যেতে বাধ্য হল দুই শিশু। তাদের মা রয়ে গেল ভারতেই। আট বছরের জানিশ ১১ বছরের জৈনবের আমার বাড়ি দিল্লিতে। মাঝখানেক আগে মায়ের সঙ্গে দিল্লি আসেন তারা। মা ভারতীয় নাগরিক। শুধুমাত্র পাকিস্তানিদের ভিসা বাতিল হচ্ছে তাই নয়, কোন ভারতীয় নাগরিককে পাকিস্তানে যেতে নিষেধ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। তাই মাকে মামাবাড়িতে রেখেই জৈনব ও জানিশের পাকিস্তান ফিরে যেতে হলো। গত মঙ্গলবার পাহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। তার ফলেই এমন সিদ্ধান্ত নিয়েছে। ভারত সরকার। কান্না ভারী গলায় জনিশ বলে, মাকে ছাড়া বাঁচতে পারব না। এই পরিস্থিতিতে নাবালকের কাতর অনুরোধ রাখবে কিনা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক ,সেটাই এখন দেখার বিষয়।