পানীয় জলের বোতলে প্রস্রাব! এই অভিযোগে দোষী। অপরাধে ৬ বছর সাজা হল নিরাপত্তারক্ষীর। একটি চিকিৎসা কেন্দ্রে দ্বাররক্ষীর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে। পানীয় জলের বোতলে প্রস্রাব (টয়লেট) করেন ব্যক্তি। তারপর ওই বোতল থেকে পানীয় পান করে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ ১ (HSV-1) এ আক্রান্ত হন তিনি। এই ভাইরাসে ওই মহিলা চূড়ান্ত অসুস্থ হয়ে পড়েন। তারপরই অভিযোগ জানান পুলিশের কাছে। ঘটনা টেক্সাসে
আদালতের গড়ায় মামলা। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিউস্টনের একটি চিকিৎসা কেন্দ্রে এক সময় নিরাপত্তারক্ষীর কাজ করতেন লুসিও ক্যাটেরিনো ডায়াজ। তার মানসিকতা বিকৃত বলেই অভিযোগ। তার বিরুদ্ধে অভিযোগ, মহিলারা যে সব বোতল থেকে জল খান, সেখানেই প্রস্রাব করে ভরে রাখেন তিনি। সেই বেতল থেকে পানীয় খেয়ে চূড়ান্ত অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। তারপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। পুলিশ তাকে গ্রেফতার করে। সূত্রের দাবি, পুরো ঘটনার কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত।
এই প্রথমবার নয়, এর আগেও এমনই অপরাধ করে ২ বছর জেল খেটেছে।
খাওয়ার জলের বোতলে Toilet! মহিলা সেই জল খেলেন?
