বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদপিষ্ট হয়ে মৃত্যু, আহত বহু

Spread the love

দক্ষিণী চলচ্চিত্র জগতের সুপারস্টার ও রাজনৈতিক নেতা বিজয়ের এক নির্বাচনী সমাবেশে হঠাৎই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। শনিবার তামিলনাড়ুর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সমর্থক ভিড় জমান তাঁর বিজয় মিছিলে। অনুমান, প্রায় ১০ হাজার মানুষ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিন্তু বক্তৃতা শেষ হওয়ার পর আচমকাই ভিড়ের চাপে শুরু হয় হুড়োহুড়ি। মুহূর্তের মধ্যেই তৈরি হয় মর্মান্তিক পরিস্থিতি।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, পদপিষ্ট হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়েই তৎপর হয়ে ওঠে প্রশাসন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিজয় নিজেও মঞ্চ থেকে নেমে ভিড়ের মধ্যে আহতদের পাশে দাঁড়ান। আক্রান্তদের জলের বোতল বিতরণ থেকে শুরু করে অ্যাম্বুলেন্স ডাকার ব্যবস্থা করেন তিনি। তবুও এত প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।

তামিলনাড়ু সরকার মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা করেছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

এর আগেও দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের এক অনুষ্ঠানে একইরকম দুর্ঘটনা ঘটেছিল। ফের একবার সেই ভয়ঙ্কর স্মৃতি ফিরে এল বিজয়ের রাজনৈতিক সমাবেশে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *