সম্প্রতি আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান (AI 171) ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। সেই দুর্ঘটনায় প্রাণ হারান গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।
সোমবার রাজকোটে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়—রূপানিকে দেওয়া হয় ২১ বার তোপধ্বনির সম্মান।
বিকট বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ রাজকোটের রাস্তায় উপস্থিত ছিলেন শেষ বিদায়ের সাক্ষী থাকতে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্যপাল আচার্য দেবব্রত সহ একাধিক বিশিষ্ট রাজনৈতিক নেতা।
রবিবারই রূপানির মৃতদেহ DNA পরীক্ষার মাধ্যমে সনাক্ত করা হয়। তাঁর মৃতদেহ বিমান দুর্ঘটনাস্থল থেকে বিশেষ ব্যবস্থায় এনে রাজকোটে রাখা হয় শেষ দর্শনের জন্য।
দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গুজরাট সরকার একদিনের রাজ্য শোক ঘোষণা করে।
প্রসঙ্গত, AI 171 বিমানটি উড্ডয়নের কিছু পরেই ভেঙে পড়ে, যেখানে ২৪২ জনের মধ্যে মাত্র একজন যাত্রী প্রাণে বেঁচে যান। এই দুর্ঘটনাকে ভারতের বিমান ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর ঘটনা বলে মনে করা হচ্ছে।