বৃহস্পতিবার সর্বদল বৈঠক শেষে বিরোধী দোলনেট রাহুল গান্ধী জানান, এই অশান্তিকর পরিস্থিতিতে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তাতে পূর্ণ সমর্থন রয়েছে বিরোধী দলের। এই বৈঠকে গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা খুঁজে বার করা উচিত। চুপচাপ বসে থাকলে চলবে না।
কূটনৈতিক স্তরে ভারত ও পাকিস্তান একে অন্যকে আঘাত ও প্রত্যাঘাত শুরু করেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সংসদ ভবনে সর্বদল বৈঠক ডাকে নরেন্দ্র মোদীর সরকার। যদিও প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না। সন্ধ্যে ছটা থেকে রাত আটটা পর্যন্ত প্রায় দু’ঘণ্টা চলে বৈঠক। মোদি সরকারকে পূর্ণ সমর্থনের বার্তা দিয়েছেন বিরোধী দলনেতার রাহুল গান্ধী। শুক্রবার তিনি কাশ্মীর যাচ্ছেন।
এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশ মন্ত্রী এস জয়শংকর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রমূখ। এছাড়াও ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জিপি নাড্ডা।
২৬ জন সাধারণ পর্যটক কে হত্যার পর জঙ্গিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কাশ্মীর জুড়ে তাদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। জম্মু ও কাশ্মীর পুলিশ ঘোষণা করেছে জঙ্গিদের খোঁজ দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিটি দলের থেকেই পাশে থাকার আশ্বাস পেয়েছে কেন্দ্র।
তৃণমূল কংগ্রেসের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী যাতে সব দলের প্রধানদের নিয়ে একটি বৈঠক ডাকেন, সেই প্রস্তাবও দিয়েছেন তিনি।