হিন্দুদের অন্যতম মণ্ডলা-মকারাভিলাক্কু উৎসব। সেই কথা মাথায় রেখে খুলছে বিতর্কিত শবরীমালা মন্দির। ইতিমধ্যে চোখে পড়ছে ভক্তদের ঢল। মন্দিরের প্রধান পিএন মহেশ নম্বোদিরি বিকেল ৪টে প্রদীপ প্রজ্জ্বোলন করবেন।
দেখুন ভিডিও: https://x.com/ANI/status/1857262407586140237
২০১৮ সালে মন্দিরে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করার চেষ্টায় বিতর্কে জড়িয়েছিল কেরলের শবরীমালা মন্দির। সূত্রের খবর, মহিলা দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে কি না, তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে কেরল সরকার। মনে রাখতে হবে, ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের মন্দিরে প্রবেশ করতে দেওয়ার চরম বিরোধী স্থানীয় বিজেপি এবং কংগ্রেস