কলকাতা: বর্ডার গাওয়াস্কর ট্রফির মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। সতীর্থের অবসর মেনে নিতে পারেননি খোদ বিরাট কোহলি, রোহিত শর্মা। আগে জানলে তারা অবসর নিতে দিতেন না বলেই জানিয়েছেন। বিরাট এক্স পোস্টে লিখেছেন, ” ১৪ বছর একসঙ্গে খেলেছি। যেদিন জানালে (অশ্বিন) অবসর নিচ্ছ, একমুহূর্তে কেমন যেন ফ্ল্যাশ ব্যাক চলে গেলাম।” রোহিত জানিয়েছেন, “অশ্বিনকে আরও কিছুদিন খেলার কথা বলেছিলাম, কিন্তু ওঁর মনে হয়েছে এখন দলের আর দরকার নেই ওঁকে (অশ্বিন)।” এখন থেকেই প্রশ্ন উঠছে একাধিক মহলে, এবার কি অবসরের পথে বিরাট?
২০১১ সালের বিশ্বকাপে বিজয়ী ভারতের দল যদি দেখা যায়, তবে আন্তর্জাতিক ক্রিকেটে অবসর নিতে বাকি আছেন শুধু বিরাট। ভাবাবেগে ভাসছে ক্রিকেটপ্রেমীরা। অনেকেই মনে করছেন, শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানাতে পারেন বিরাট। কিন্তু এখনও পর্যন্ত বিরাট কোহলি নিশ্চিত করে কিছুই জানাননি।