চলতি বছরের শেষদিকে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এই প্রতিযোগিতার সম্পূর্ণ সূচি। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপের ম্যাচগুলি। এইবারের টুর্নামেন্টের আয়োজক দেশ ভারত হলেও রাজনৈতিক কারণে পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বোতে।ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চরমে উঠতে চলেছে, কারণ বহু প্রতীক্ষিত এই মহারণ হবে ৫ অক্টোবর, রবিবার। খেলা হবে কলম্বোর বিখ্যাত আর প্রেমাদাসা স্টেডিয়ামে। বিকেল ৩টে থেকে শুরু হবে এই ম্যাচ।বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে একবার করে খেলবে (রাউন্ড-রোবিন ফর্ম্যাটে)। সেরা চারটি দল উঠবে সেমিফাইনালে। এরপর ২ নভেম্বর নির্ধারিত হবে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট।এই প্রথমবার ইন্দোর, গুয়াহাটী, বিশাখাপত্তনম এবং বাংলুরুর মতো স্টেডিয়ামগুলো মহিলাদের বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে। সুতরাং, নারী ক্রিকেটে নতুন ইতিহাস গড়ার সুযোগ অপেক্ষা করছে ভারতের মাটিতে।
২০২৫ মহিলা বিশ্বকাপ: কবে ভারত-পাকিস্তান মহারণ? ঘোষণা হল সূচি
