হ্যাপি বনিক : আর কিছুক্ষণের মধ্যেই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ।।
আজ থেকে শুরু হচ্ছে গ্রুপ বি-র স্বপ্নের দুটো দলের খেলা । আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা দুটো দলই চেষ্টা করবে নিজেদের সেরা খেলাটা দিতে ।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে বিধ্বংসী পারফর্মেন্সের কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান সুযোগ পেয়েছে। তবে আফগানিস্তান দল,দক্ষিণ আফ্রিকার চাপের মুখে পড়বে বলে মনে করা হচ্ছে। কারণটা ভুলে গেলেও চলবে না। আফগানরা ইতিমধ্যে ৫ টি খেলার মধ্যে চারটি খেলায় জয়লাভ করেছে। এতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের স্নায়ু চাপে থাকার সম্ভাবনা বেশি।
দুটো দলেরই প্রধান আকর্ষণ হল, বিধ্বংসী ব্যাটিং লাইন আপ, যেখানে আফগানিস্তানের ওপেনিং জুটি ইব্রাহিম জাদরান এবং রহমান উল্লাহ গুরবাজের শক্তিশালী জুটি দুরন্ত ফরমে রয়েছে। বিশেষ করে রহমানউল্লাহ গুরবাজের বিধ্বংসী ব্যাটের পারফর্মেন্স দর্শকদের উচ্ছ্বসিত করে তুলেছে এবং মিডল অর্ডারে দক্ষিণ আফ্রিকার তাবড় তাবড় ব্যাটসম্যানরা রয়েছে। সেটি ভুললে চলবে না।
অপর দিকে দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই শক্তিশালী ব্যাটিং লাইন আপে রায়ান রিকেলটন এবং ট্রিস্টান স্টাবস উভয়কেই বেঞ্চে রাখবে বলে মনে করা হচ্ছে।
এইডেন মার্করামের খণ্ডকালীন অফস্পিনের স্বীকার হতে পারে একাধিক আফগান তারকা ব্যাটসম্যান।
এবার দেখার ,কোন খেলোয়াড় তাদের পুরোনো ফর্মে ফিরতে পারে।সেই দিকে তাকিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান দলের সমর্থকরা।
খেলা শুরু হওয়ার কিছু সময়ের অপেক্ষা মাত্র।
আইসিসির চ্যাম্পিয়নস ট্রফিতে” আফগানিস্তানের অভিষেক হলে কি হবে !তাদের ধারাবাহিকতা দক্ষিণ আফ্রিকার স্নায়ুতে চাপ বাড়িয়ে রেখেছে। তাই না
