আসামী ধরার নাম করে বাড়িতে ঢুকে অবাধে ভাঙচুর, লুঠ লুটপাট করার অভিযোগ আবগারি দপ্তরের বিরুদ্ধে। সিঙ্গুর থানার বিরামনগর গ্রামের ঘটনা।
এদিন দুপুরে বিরামনগর গ্রামের বলাই মালিক এর বাড়িতে দুপুরে আবগারি দপ্তরের পুলিশ বাড়িতে ঢুকে অবাধে ভাঙচুর করে বলে অভিযোগ। বাড়ির একতলা ও দোতলার ঘরে ঢুকে আলমারি ভেঙে 7 লক্ষ টাকা ও সোনাদানা লুট করেছে বলে অভিযোগ। বাড়ির এয়ার কন্ডিশনার, রান্নার গ্যাস ওভেন, ইলেকট্রিক বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। বাড়ির জানালার কাঁচ ভেঙে দেওয়া হয়েছে।
বাইরে থেকে দেখলে মনে হবে বাড়ির উপর গুলি চালানো হয়েছে।
পরিবারের মহিলাদের অভিযোগ, বলাই মালিকের ছেলে দীপঙ্কর মালিক এর খোঁজ না পেয়ে এইভাবে তান্ডব চালিয়েছে আবগারি দপ্তর। পুরো বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। কি করে রান্না খাওয়া করবে, সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবার।
গ্রামবাসীদের অভিযোগ, আবগারি দপ্তর প্রতি মাসে মাসোয়ারা নেওয়ার পরও প্রতিবাদ করায় আসামী ধরার নাম করে এইভাবে অত্যাচার করল।
এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য র অভিযোগ, যেভাবে দিনে দুপুরে আবগারি দপ্তর তালিবানি কায়দায় অপরাধী ধরার নাম করে ভাঙচুর লুটপাট করেছে, তার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
আসামী ধরার নাম করে বাড়িতে ঢুকে অবাধে ভাঙচুর, লুঠ
