কলকাতার একটি হোটেলে ধর্ষিতা দিল্লির এক তরুণী । অভিযোগে গ্রেপ্তার ভবানীপুরের এক প্রৌঢ়।

Spread the love

রক্তিম ওঝা :এইবার খাস কলকাতার এক হোটেলে নির্যাতিত হতে হলো এক দিল্লির তরুণী কে। এই ঘটনার অভিযোগে সোমবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃত অভিযুক্তের বাড়ি ভবানীপুর থানা এলাকায় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , ঘটনাটি ঘটে গত ৭ই মার্চ রাত ৮টা নাগাদ । নির্যাতিতার দাবি , তাকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি হোটেলে ডেকেছিলেন অভিযুক্ত । নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছিলেন ওই ৫৯ বছর বয়সী ব্যক্তি । নির্যাতিতার বক্তব্য অনুযায়ী গত ৭ই মার্চ শরৎ বোস রোডের একটি হোটেলে গিয়েছিলেন তিনি । ঠিক তারপরেই ৫০৩ নম্বর ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত ।

অভিযোগে তরুণী আরও জানায় , ধর্ষনের পর মুখ বন্ধ রাখতে হুমকি দেন ব্যবসায়ী। কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় ।

পুলিশ সূত্রের খবর , অভিযোগকারিণী কলকাতার একটি পানশালায় কাজ করেন ।আদতে তিনি দিল্লির বাসিন্দা । পুরো ঘটনাটা খতিয়ে দেখছে পুলিশ । ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে আদালতে হাজির করানো হয়েছে । তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *