বেলডাঙায় ফের মানবিকতার নজির, কুড়িয়ে পাওয়া সোনার গহনা ফিরিয়ে দিলেন এক যুবক
বেলডাঙার বড়ুয়া মোড়ে সোনার গহনার একটি পাউচ কুড়িয়ে পেয়ে তা ফেরত দিলেন গোকর্নের যুবক আবু সুফিয়ান। জানা গেছে, কুয়েতে কর্মরত এই যুবক নওপুকুরিয়া শ্বশুরবাড়ি যাওয়ার পথে পাউচটি পান।
গহনার মালিকের সন্ধানে বিভিন্নভাবে খোঁজ করেও ফল না মেলায়, অবশেষে ফেসবুকে দেওয়া ‘হারানো গহনা’ সংক্রান্ত একটি পোস্টের সূত্র ধরে মালিকের সঙ্গে যোগাযোগ করেন আবু সুফিয়ান। এরপর নিজে বাড়িতে ডেকে সোনার গহনা ফিরিয়ে দেন ওই মহিলাকে।
এই ব্যতিক্রমী মানবিকতার নজিরে খুশি গহনার মালিক ও তাঁর পরিবার। স্থানীয় মহলেও যুবকের সততা ও দায়িত্ববোধের প্রশংসা হচ্ছে।