অবশেষে গ্রেফতার হলো প্রোমোটার। বকখালীর এক রিসর্ট থেকে থেকে গ্রেফতার করা হল তাকে। বাঘাযতীন এর চারতলা বহুত হেলে পড়ার পর থেকে প্রায় দুদিন বলাতক সিলেট তিনি। অবশেষে দক্ষিণ ২৪ পরগনার বকখালী থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার দুপুরে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে একটি চারতলা ফ্ল্যাট হেলে পড়ে।

ভিডিওতে দেখা যায় হুড়মুড়িয়ে আচমকা বাড়ির এক পাশ ভেঙ্গে পড়েছে ।তার ফলে স্বভাবতই বাড়িটি একদিকে হেলে যায়। সে সবাই যদিও বাড়ির মধ্যে কেউ ছিলেন না।বাড়িটি উঁচু করার কাজ শুরু হয়েছিল মাসখানেক আগেই। সে কারণেই বাসিন্দাদের আগেই অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছিল। যদিও সমস্ত আসবাবপত্র বাড়ির মধ্যেই ছিল। বাড়িটি এভাবে ভেঙে যাওয়ায় তারা মাথার উপর থেকে ছাদ হারালো