ডিম দেওয়া নিয়ে ঝামেলা!শীতলকুচি নলগ্রাম ২৩৮ নম্বর অঙ্গনওয়ারী সেন্টারে ডিম দেওয়া নিয়ে ঝামেলা একজন উপভোক্তার গায়ে হাত তোলার অভিযোগ উঠলো কেন্দ্রের দিদিমণির বিরুদ্ধে ।অভিযোগ প্রতিদিন সঠিকভাবে ডিম ও খাবার দেওয়া হয়না।আজকে একজন উপভোক্তা পাওয়া ডিম নিতে গেলে অঙ্গনওয়ারী কেন্দ্রের দিদিমণি মারধর করে বলে অভিযোগ।ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীরা ভিড় জমান।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও।যদিও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে।