এবার যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের ঘটনা নিয়ে রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রবিবার এই কলেজে সরস্বতী পুজোয় শিক্ষামন্ত্রী পার্থ বসু নিজে উপস্থিত থাকবেন। অন্যদিকে রাত আটটার আগে রবিবার ও সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খালি করে দিতে হবে । কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জারি করেছে। সবরকম ঝামেলা এড়াতেই এরকম পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
‘মুখ্যমন্ত্রী সমস্ত রিপোর্ট জানতে চেয়েছেন কলেজের ঘটনা নিয়ে। আশা করি শান্তিপূর্ণভাবেই পূজো হবে ।আমি নিজেও পুজোয় উপস্থিত থাকবো’, শনিবার এমনটাই জানালেন ব্রাত্য বসু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই কলেজের ছাত্রী ছিলেন । সেখানেই সরস্বতী পুজোকে কেন্দ্র করে বেশ অশান্তির খবর এসেছে। গত সপ্তাহে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের এক পড়ুয়া সরস্বতী পুজো করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। অভিযোগ যে জায়গায় তারা পুজো করে সেই জায়গা দখল করেছে ডে কলেজ। অন্যদিকে ডে কলেজের দাবি পুজোর জায়গায় অস্থায়ী নির্মাণ তৈরি করেছেন বহিরাগতরা । সম্প্রতি কলেজে বহিরাগতদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ মোতায়ন করে কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে সরস্বতী পুজোর জন্য।
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার এর কড়া নজরদারিতে যোগেশচন্দ্র দে এবং আইন কলেজে হবে সরস্বতী পুজো। বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন বহিরাগতরা যাতে কলেজে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে হবে পুলিশকেই।