প্রয়াত ফসিলসের প্রাক্তনী

Spread the love

ফসিলস ব্যান্ডের প্রাক্তন বেসিস্ট চন্দ্রমৌলি বিশ্বাসের দেহ মধ্য কলকাতার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের মন্তব্য, ডিপ্রেশনে ভুগছিলেন। তিনি মিলেছে সুইসাইড নোট।
এই দুঃসংবাদ যা বিশ্বাসই করতে পারছেন না ফসিলস ভক্তরা। ১২ই জানুয়ারি কল্যাণী বঙ্গ সংস্কৃতি উৎসবে পারফর্ম করতে চলেছে ফসিলস। ফসিলস ব্যান্ডের সঙ্গে দীর্ঘদিনের সঙ্গী ছিলেন চন্দ্রমৌলি। ইন্ডিয়ান মিরর স্ট্রিটের বাড়িতে ভাড়া থাকতেন তিনি ।সেখানেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বয়স হয়েছিল ৪৮ বছর। গোলক এবং জম্বি কেজ কন্ট্রোল নামের দুই ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বাবা-মা একটি নিমন্ত্রণ বাড়িতে যাওয়ায় বাড়িতে একাই ছিলেন চন্দ্র মৌলি। তার ঝুলন্ত দেহ প্রথম দেখতে পান তার বর্তমান ব্যান্ড সঙ্গী মহল চক্রবর্তী। রবিবার চন্দ্রমল্লির বাড়িতেই হাজির ছিলেন মহুল। ঝুলন্ত দেহ দেখামাত্রই তিনি স্থানীয় থানায় ফোন করেন অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
২০০০ থেকে ২০১৮ পর্যন্ত টানা ১৮ বছর ফসেস ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলি। ইঞ্জিনিয়ারিং পেশা ছেড়ে সংগীত কি পেশা বানিয়ে ছিলেন তিনি । রুপম ইসলামে স্ত্রী রুপসা তথা ফসিলসের ম্যানেজার জানিয়েছেন, কল্যাণীতে শো করতে যাওয়ার পথে আমাদের কাছে এই খবরটা আসে ।প্রায় ১৫ বছর ও আমাদের সঙ্গে পারফর্ম করেছে। ব্যান্ডের প্রত্যেক সদস্য ভেঙে পড়েছে। রুপম বিধ্বস্ত ।আজ ওরা কিভাবে পারফর্ম করবে জানি না।
পুলিশ জানিয়েছে, চন্দ্রমৌলির ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানে লেখা রয়েছে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ।ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। হাতের লেখার সঙ্গে সুইসাইড নোটের হাতের লেখা মিলিয়ে দেখছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *