মঙ্গলবার থেকে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো ও সরকারি বাস বিশেষ পরিষেবা দেবে জনগণের স্বার্থে

Spread the love

কলকাতা বইমেলা উপলক্ষে যাতায়াতের সুবিধার জন্য আজ মঙ্গলবার থেকে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো ও সরকারি বাস বিশেষ পরিষেবা দেবে জনগণের স্বার্থে। বইমেলা চলাকালীন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজ্য পরিবহন নিগমের অধীনে শহরের ২০টি গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড থেকে করুণাময়ী পর্যন্ত বাস চলবে। এইসব বাসে বইমেলা স্পেশাল বোর্ড লাগানো থাকবে। মন্দির তলা, শিয়ালদহ, রাজাবাজার, পর্ণশ্রী, হাওড়া স্টেশন, শকুন্তলা পার্ক ,ঠাকুরপুকুর, ব্যারাকপুর, ১ নম্বর গেট, বারাসাত, বালি হল্ট থেকে ওইসব বাস চলবে করুণাময়ীর দিকে। এছাড়াও শিয়ালদা থেকে বেলেঘাটা মেনরোড, বিল্ডিং মোড় , কাদাপাড়া হয়ে সরকারি বাসের শাটল পরিষেবাও মিলবে। এসি ৩৭, এসি ১২, এস ২১ রুটের বাসের সংখ্যা বাড়বে বলে জানা গিয়েছে। এগুলি ছাড়া বেসরকারি বাস ও বেশি চালানো হবে বলে জানানো হয়েছে।

ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবাও ১০৬ থেকে বাড়িয়ে ১২২ করা হয়েছে কলকাতা বইমেলা উপলক্ষে। শিয়ালদা অভিমুখী রাতের অন্তিম মেট্রো সেক্টর ফাইভ থেকে ছাড়বে রাত ন’টা চল্লিশ মিনিটে


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *