যাদবপুর কাণ্ডে উস্কানি কাজ করেছে বলে দাবী তৃণমূলের শিক্ষক সংগঠনের।

Spread the love

রক্তিম ওঝা : পয়লা মার্চ অর্থাৎ শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে “ওপেন থিয়েটার” ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ছিল । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক অধ্যাপক ও অধ্যাপিকা সহ শিক্ষক প্রতিনিধিরা এই সম্মেলনে এসেছিলেন । সেই উপলক্ষে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও উপস্থিত ছিলেন এই সম্মেলনে । ওয়েবকুপার দাবি এইদিন প্রায় সাড়ে তিন থেকে চার হাজার প্রতিনিধি উপস্থিত ছিল এই সম্মেলনে । বিশ্ববিদ্যালয়ে শনিবারের এই ঘটনা আদতে প্রতিষ্ঠানে গোলমাল ও আবহাওয়া নষ্টের চেষ্টা করা হয়েছে বলেই জানাচ্ছে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন । আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয় কে বদনাম করা আসল উদ্দেশ্য বলে জানান অধ্যাপক সংগঠন ।

অধ্যাপক ও শিক্ষক সংগঠনের সদস্য ওমপ্রকাশ মিশ্র দাবি করেন প্রায় তিন থেকে চার ঘণ্টা ক্রমাগত ভয়াবহ অব্যবস্থা সৃষ্টির চেষ্টা করেছে কিছু ছাত্র সংগঠন । ওইদিন কিছু বাম সমর্থনকারী ছাত্র সংগঠন রীতিমত লাঠি হাতে তাড়া করে , বলে জানিয়েছেন তিনি । একাধিক পড়ুয়াদের ওপরে ওয়েবকুপার এর সভাপতি ব্রাত্য বসুর গাড়ির ওপর হামলা চালানোর অভিযোগে ওঠে । “সার্বিক অরাজকতা সৃষ্টির মধ্যে দিয়ে হিংসা কে উস্কানি দেওয়া হয়েছে ” বলে জানান ওমপ্রকাশ মিশ্র ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *