জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আয়োজিত ক্রীড়া প্রতিযোগীতায় আমন্ত্রিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। উদ্বোধন মঞ্চে উঠতেই মন্ত্রী জানতে পারেন অনুষ্ঠান শেষ। তা শুনে মঞ্চ ছাড়েন ক্ষুব্ধ জ্যোৎস্না। উগরে দেন ক্ষোভ। তার কথায়, স্কুলের তরফে জানানো হয়েছিল ১০:৩০ হাজির হতে হবে। সেই মতো তিনি হাজির হলেও সকাল ৯টার মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে যায়।তবে কি মন্ত্রীকে অনুষ্ঠানে ডেকে অপমান? তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অপমানে মুখ খুললেন তৃণমূল সাংসদ। তবে তার হয়ে নয়, বরণ মন্ত্রীর সময় জ্ঞান নিয়েই প্রশ্ন সাংসদের! এ কি নিছকই সময়ের এদিক ওদিক বা MISCOMMUNICATION? নাকি তৃণমূলের দুই নেতার দুই মন্তব্যকে ধরে অন্যরকমভাবে ভাবতে হবে?