নিজস্ব সংবাদদাতা :এবার থেকে শিয়ালদহ স্টেশনে খুব সাবধানে ঘোরাফেরা করবেন। যে কোন মুহূর্তেই খপ করে ধরে ফেলতে পারে আপনাকে কেউ।। সঙ্গে সঙ্গে বড় অংকের টাকা ও চলে যেতে পারে পকেট থেকে। না, এটা সবার ক্ষেত্রে নয়। যারা স্টেশন চত্বরে ধূমপান করেন। কিম্বা তামাক জাতীয় দ্রব্য খান, বা ধোঁয়া উড়ালে কিংবা মুখ থেকে থুতু ফেললে দিতে হবে বড় রকমের জরিমানা। নইলে আপনাকে হাজত বাস করতে হতে পারে।
o এ বছরের এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ধূমপান ও আবর্জনা ফেলার অপরাধে ১ লাখ ১৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছে রেলের শিয়ালদহ শাখা। ধূমপান করার অপরাধে ৮৬৫ টি মামলা হয়েছে, যার জরিমানা করেছে তাতে ২৭,২০০ টাকা জরিমানা হিসেবে রেলের শিয়ালদহ শাখা। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে,প্রতিটা মুহূর্তে রেল স্টেশনকে পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত করতে পদক্ষেপ গ্রহণ করছে রেল কর্মীরা।
শিয়ালদা ডিভিশনের কল -টু -অ্যাকশন বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শ্রী দীপক নিগম সমস্ত যাত্রীদের পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়েছেন। প্রতিটা মুহূর্তে সিসি ক্যামেরা এবং স্টেশন চত্বরে রেল কর্মীরা কড়া নজর রেখেছে। কেউ যদি ধূমপান করে কিম্বা যেখানে সেখানে গুটখার পিক বা আবর্জনা ফেলে ,সঙ্গে সঙ্গে তাদের চিহ্নিত করে রেলের আরপিএফের অফিসে কিংবা টিটি তাদের জরিমানা করছে। ধূমপানের জন্য ২০০টাকা ও থুতু ফেলার জন্য ১০০ টাকা জরিমানা হচ্ছে।
শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে কমার্শিয়াল ম্যানেজার শ্রী পবন কুমার এবং ডিভিশন রেলওয়ে ম্যানেজার শ্রী দীপক নিগম ,নিজেরাই বিষয়টির উপর জোর দিয়েছেন। যার ফলে স্টেশন চত্বরে পরিচ্ছন্নতা থেকে আরম্ভ করে ট্রেনের ভেতরের পরিচ্ছন্নতা গুরুত্ব পেয়েছে।এর ফলে ‘বায়োকেমিক্যাল কন্টামিনেশন’ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে বলে দাবি রেল কর্তৃপক্ষের। যার ফলে দেশের নাগরিক বা রেল যাত্রীদের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে।
অতএব রেলের নজরদারি এবং নির্দেশিকার বাইরে গিয়ে কোন কিছু করলেই পকেট থেকে জরিমানা দিতে হবে আপনাকে।