স্টাফ রিপোর্টার :সাত সকালে শিয়ালদা স্টেশনে ঘটে গেল রহস্য রোমাঞ্চকর ঘটনা। কোচবিহার থেকে আসা একটি এক্সপ্রেস ট্রেন থেকে এক ব্যক্তি নামার পরেই রীতিমতো ঘিরে ফেলে স্পেশাল টাক ফোর্স এর লোকজন। যাকে সন্দেহ জনক ভাবে আটক করে, তিনি একেবারে ম্রিয়মাণ ছিলেন। তারপর তাকে স্টেশনের বাইরে নিয়ে গিয়ে তার ব্যাগ খুলতেই ,চক্ষু ছানা বড়া হয়ে যায় গোয়েন্দাদের। কলকাতা পুলিশের ট্রাস্ট ফোর্স ওই ব্যাগ থেকে বের করে একের পর এক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র।
ব্যাগ থেকে দুটি ওয়ান শর্টার ,চারটি সেভেন এমএম পিস্তল ,দুটি ম্যাগাজিন, দুটি ৮এমএম পিস্তলের গুলি এবং সেভেন পয়েন্ট সিক্স এমেমের গুলি ৬টি। গোয়েন্দা পুলিশরা ঐ সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এবং বাজেয়াপ্ত করে। ওই ব্যক্তি নাম হাসান শেখ (৪২) বাড়ি মালদা কালিয়াচকের শ্রীরামপুরে। তাকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, ওই সমস্ত আগ্নেয়াস্ত্র এবং গুলি ভর্তি বারুদ বিহারের খাগারিয়া থেকে নিয়ে এসেছিল।
এই হাসান মূলত বিভিন্ন জায়গা থেকে এই ধরনের আগ্নেয়াস্ত্র বরাত নেয়। তারপর সে বরাত অনুযায়ী সরবরাহ করতে কলকাতায় চলে আসে। আজকে সকাল বেলা ঠিক সেই কারণেই এসেছিল।
গোয়েন্দারা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর আইনি প্রক্রিয়া শুরু করেছে তার বিরুদ্ধে। কিন্তু এই হাসান কাকে দিতে এসেছিল, এই সমস্ত ভয়ংকর আগ্নেয়াস্ত্র? সেটা যদিও এখনো জানতে পারেনি গোয়েন্দারা। তবে খুব তাড়াতাড়ি হাসানের মুখ থেকে সমস্ত তথ্য উদ্ধার হবে বলে আশাবাদী গোয়েন্দারা। প্রশ্ন, ট্রেনে করে কিভাবে এত গুলি আগ্নেয়াস্ত্র নিয়ে চলে এলো? প্রশ্ন উঠছে রেল পুলিশের নজরদারি নিয়ে? তবে এই হাসানের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে? আর কোথায় কোথায় এই ধরনের মালপত্র সরবরাহ করেছে? সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে কলকাতা পুলিশের এসটিএফ এর গোয়েন্দারা।