গভীর রাতে আইসিইউ অ্যাম্বুলেন্সের মধ্যে লুকিয়ে উত্তরবঙ্গ থেকে কলকাতায় ঢুকছিল বিপুল পরিমাণ মাদক ও গাঁজা। খবর পেয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বমাল ৫ পাচারকারীকে গ্রেফতার করলো বেঙ্গল এসটিএফটিম। আটক পাচারে ব্যবহৃত অ্যাম্বুলেন্স গাড়ি ও একটি মারুতি সুজুকি সুইফ্ট। উদ্ধার একশো ৫ কিলো গাঁজা।
ধৃতদের মধ্যে রয়েছেন খইরুল মোল্লা (সোনারপুরের বাসিন্দা), আজগর আলি মণ্ডল (সোনারপুর), প্রদীপ পাশি (চম্পাহাটি), অজয় সরোজ (চম্পাহাটি), শ্যামলী দলুই (সোনারপুর)।
সমস্ত গাড়ি তল্লাশি করে মোট ১০৫কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিস। এর বাজারদর প্রায় ৩০ লক্ষ টাকা। প্রদীপ ও শ্যামল নামে গ্রেফতারকৃতদের মধ্যে দুজন মারুতি গাড়িতে করে বেলডাঙ্গা এলাকায় পৌঁছেছিলেন। বেলডাঙ্গা এলাকায় পৌঁছেছিলেন অন্য তিনজনের কাছ থেকে মাদক নিতে। এই নিয়ে বেলডাঙ্গা থানায় N.D.P.S-এর অধীনে একটি পুলিশ মামলা শুরু হয়েছে।