সন্দেশখালিতে রাজনীতিকদের পা পড়তেই উত্তেজনা। সরবেড়িয়া আগারআটি পঞ্চায়েতের প্রধান ইনচার্জ যাদবকুমার মণ্ডলের বাড়িতে গুলি চালানোর অভিযোগ। বাড়িতে গুলির ক্ষতচিহ্ন স্পষ্ট। যদিও কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা স্পষ্টত জানা যায়নি।
সরবেড়িয়া আগারআটি পঞ্চায়েতের প্রধান ছিলেন সন্দেশখালির শেখ শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা। পরবর্তীতে গ্রেফতারও হন তিনি। তাই উপপ্রধান যাদবকুমার মণ্ডল এখন পঞ্চায়েতের প্রধান ইনচার্জ। শাহজাহান আমলের সন্দেশখালিতে কি এখনও দুষ্টু লোকেরা দাপট দেখাচ্ছে? তাই কি মুখ্যমন্ত্রী সাবধানবাণী দিয়ে গিয়েছেন?