বঙ্গ বিজেপিতে অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। রাতারাতি পোস্ট ডিলিট জগন্নাথ চট্টোপাধ্যায়ের

Spread the love

রাজ্য বিজেপি আরও একবার তোলপাড় দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্ট ঘিরে। পোস্টে জগন্নাথ চট্টোপাধ্যায় দিব্যেন্দু অধিকারীর করা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের সুপারিশের কথা উল্লেখ করেন। শুভেন্দু অধিকারীর ভাইয়ের বিরুদ্ধে জগন্নাথ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যে, চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

রাজ্যের কোন নেতা এসএসসিতে চাকরির জন্য কত সুপারিশ করেছিলেন, ফেসবুক পোস্টে সেই সম্পর্কিত একটি তালিকা দিয়েছিলেন তিনি। তালিকার প্রথমেই ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর নাম। তাছাড়াও প্রাক্তন আইপিএস তথা বর্তমান বিজেপি নেত্রী ভারতী ঘোষের নাম ও উল্লেখ ছিল।

জগন্নাথ চট্টোপাধ্যায় পোস্টে আরও লেখেন “কোন সেটিং নেই, কেউ ছাড় পাবেন না। একটু সময় লাগতে পারে।” এরপরেই বঙ্গ বিজেপিতে বিরোধিতার আলোড়ন শুরু হয়।

শুভেন্দু অধিকারীর পরিবারের ক্ষমতা খর্ব করতে বঙ্গ বিজেপির একটা লবি যে বিশাল সক্রিয় , তা প্রকাশ পেল। যদিও তুমুল বিতর্ক শুরু হওয়ায় শনিবার বিকেলে সোশ্যাল মিডিয়া থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় পোস্টটি ডিলিট করেন। সূত্র জানা গিয়েছে শুভেন্দু অধিকারী শনিবার দুপুরে পোস্টটি দেখে ক্ষুব্ধ হন এবং তারপরেই দিল্লি নেতাদের নির্দেশে জগন্নাথ চট্টোপাধ্যায় পোস্টটি মুছে ফেলেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *