৩ ভারতীয় দালাল সহ ৫ বাংলাদেশি গ্রেপ্তার

Spread the love

তিন ভারতীয় দালাল সহ ৫ বাংলাদেশি গ্রেপ্তার এবং আটক ৬ শিশু । উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ শনিবার সকালে টহলদারি করবার সময় পুরদহ ও চ্যাঙ্গা বটতলা এলাকা থেকে তিন ভারতীয় দালাল ও ৬ বাংলাদেশী শিশু এবং মহিলা সহ ৫ বাংলাদেশীকে আটক করে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ধৃতরা বাংলাদেশের বাসিন্দ , গুজরাটে কাজ করত । ধৃতরা চোরা পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল, ফের চোরাপথে বাংলাদেশ যাবার জন্যই বাগদায় এসেছিল । তিন ভারতীয় দালালকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন এবং ৫ বাংলাদেশি ৬ শিশুকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *