ছাত্রদের কাছে এমনই বায়না শুনে, মনে দাগ কেটেছিল প্রধান শিক্ষক অভিজিৎ ভট্টাচার্যের, মঙ্গলবার স্কুলের ৬৩ তম জন্মদিন উপলক্ষে কেক কেটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের এই দিনটিকে পালন করল বিদ্যালয়ের কচিকাঁচারা। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের অন্তর্গত মাদ্রা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক দুপুরে তিনি বলেন, ১৯৬৩ সালের আজকের দিনে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, সেই উপলক্ষে আজ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। গতকাল বাচ্চাদের সামনে বিষয়টি বলার পরই ছাত্ররাই স্কুলের জন্মদিনের কেক কাটার আবদার করে। ছাত্রদের কথার গুরুত্ব দিয়েই স্কুলের জন্মদিন উপলক্ষে কেক কাটা, বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়। একই সাথে তাদের জন্য জন্মদিন স্পেশাল মেনুর ব্যবস্থা করা হয়েছে।
মানুষের যদি জন্মদিন তাহলে স্কুলের কেন নয়!
