ডিভিসি-র জল ছাড়ার সিদ্ধান্তে বন্যা আতঙ্ক! সতর্কতায় পশ্চিমবঙ্গের চার জেলা

Spread the love

পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে জল ছাড়ার প্রক্রিয়া শুরু করল দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। টানা বৃষ্টির জেরে জলাধারে জলস্তর বিপদসীমা ছুঁই ছুঁই, সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সংস্থার তরফে। জল ছাড়ার ফলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গের চার জেলায়—পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর।এরই মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে রাজ্য সরকারের তরফে। নিচু এলাকাগুলিতে ইতিমধ্যেই জল ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর পুরো পরিস্থিতির উপর নজর রাখছে এবং জরুরি অবস্থার জন্য প্রস্তুত রাখা হয়েছে এনডিআরএফ ও সিভিল ডিফেন্সের দল।গত বছরগুলিতেও বর্ষাকালে জলাধার থেকে জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের বহু জেলা জলের তলায় চলে যায়। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার আগাম প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। তবে এই মুহূর্তে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতরও।পরিস্থিতির ওপর নজর রেখে দ্রুত পদক্ষেপ নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব। জলস্তর বৃদ্ধি পেলে প্রয়োজনে আরও জল ছাড়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *