West Bengal Job Vacancy: পশ্চিমবঙ্গে ভুরি ভুরি সরকারি চাকরি, চেষ্টা করবেন নাকি? আজই করে ফেলুন আবেদন

Spread the love

পূর্ব বর্ধমান জেলায় একাধিক পদে সরকারি চাকরির সুযোগ। আপনি আবেদন করতে পারেন আজই। তবে থাকতে হবে নির্দিষ্ট কিছু যোগ্যতা।

 

কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং পদে কর্মী নিয়োগ হবে জানা গেছে। ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স প্রোগ্রামের আওতায় কর্মী নিয়োগ হতে পারে। অসংরক্ষিত ক্যাটেগরিতে মোট একজনকে নিয়োগ করা হবে বলে জানা গেছে। তবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে এই পদটির জন্য।

 

রিপোর্ট বলছে, পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালে এই কর্মী নিয়োগ হতে পারে। তবে এই পদের জন্য যারা আবেদন করবেন, তাদের ইংরেজি ভাষায় দক্ষতা থাকতেই হবে। একইসঙ্গে কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকাও জরুরি।

 

এই পদের জন্য মাসিক ৩৫ হাজার টাকা দেওয়া হবে। সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এই পদের জন্য। তবে সংরক্ষিত শ্রেণির জন্য বয়সসীমায় আবার ছাড়ও দেওয়া হবে।

 

লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউইয়ের উপর ভিত্তি করেই আবেদনকারীদের নিয়োগ করা হবে


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *