ভারতের জন্য গর্বের মুহূর্ত। IKMF বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন শিবানী আগরওয়ালা। পাশাপাশি ২০২৪-এ ম্যারাথন স্ন্যাচের জন্য মাস্টার অফ স্পোর্ট rank এর প্রার্থীর পদ অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা হয়েছেন তিনি। ম্যারাথন ফর্ম্যাটে ক্যান্ডিডেট অফ মাস্টার অফ স্পোর্ট (সিএমএস) কৃতিত্ব অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা শিবানী।
প্রথম ইভেন্টে ২×১৬ কেজির দু’টি কেটলবেল নিয়ে ৪৫ রিপিটেশন সম্পন্ন করেছেন মাত্র ১০ মিনিটে। ১৮ নভেম্বর ভারতীয় দূতাবাসে ভারতীয় রাষ্ট্রদূত সৌরভ কুমার উষ্ণ অভ্যর্থনা জানান। পাশাপাশি Maithon Alloys Ltd. এর সুভাষ আগরওয়াল শিবানীর স্পন্সর ছিলেন।
IKMF ছাড়াও ২০১৮ সালে উজবেকিস্তান, ২০১৯ সালে অস্ট্রেলিয়ায় IGSF বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন শিবানী। এছাড়াও IKMF কেটলবেল বিশ্ব চ্যাম্পিয়নশিপে (২০২১) জয়ী হন তিনি। তরুণ ক্রীড়াবিদ হিসেবে ICC বিভাগে সাফল্যের জন্য প্রধানমন্ত্রীর থেকে চিঠিও পান শিবানী।