দিনের আলোয় এক ব্যবসায়ীকে খুন। শিলিগুড়ি শহর সংলগ্ন মাদানি বাজারের ঘটনা। দুই বন্ধুর নিজেদের মধ্যে গোলমাল হচ্ছিল। তা থামাতে যান ওই মিষ্টি ব্যবসায়ী। কেন থামতে বলেন? পালটা এক যুবক গলা টিপে ধরে ওই ব্যবসায়ীর। এবং পেটে ধারালো অস্ত্র চালিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনেই লুটিয়ে পড়ে ওই ব্যবসায়ী। নিহতের নাম বিদ্যুৎ দাস। শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করন চিকিৎসকেরা। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। উত্তেজনা রয়েছে। তদন্তে এনজেপি থানার পুলিশ। পুলিশ বিক্রম সরকার নামে অভিযুক্ত যুবককে আটক করে জেরা চালাচ্ছে।
মিষ্টি ব্যবসায়ী খুন?
