থানায় গেলে বাজে ব্যবহার পুলিশের , পুলিশের উদ্দেশ্যে কড়া বার্তা
থানায় গেলে বাজে ব্যবহার। অভিযোগ জানাতে গেলে দুর্ব্যবহার। বহুদিন অভিযোগ করছিলেন বাসিন্দারা। বিভিন্ন পুলিশ কর্মী এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে বারবার এই অভিযোগ উঠেছে। এমনকি তাদের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয় তুই-তুকারির মতো বার্তা। একের পরে গভীরত পাওয়ার পর তা কড়া হাতে দমন করতে তৎপর পুলিশ। নাগরিকদের সঙ্গে ভালো আচরণের নির্দেশ। এমনকি আপনি করে কথা বলার নির্দেশ দিলেন পুলিশ কমিশনার। আমজনতার সঙ্গে পুলিশের দূরত্ব মেটাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।
যাদের সুরক্ষা পরিষেবা দেওয়া কাজ সেই তাদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ। এই অভিযোগে তৎপর আগ্রা পুলিশ। পুলিশ কমিশনার জে রবীন্দ্র গৌড়ের উদ্যোগে নয়নের দেশ কার্যকর হতে চলেছে আগ্রার সমস্ত থানায়। অভিযোগ জানাতে কেউ থানায় গেলে অথবা ফোনে অভিযোগ জানালেও তাকে আপনি বলে সম্বোধন করতে হবে। এমনকি ফোনে অভিযোগ জানালেও তাকে নমস্কার করে সম্বোধন জানাতে হবে।