SEX POSITION শিখিয়ে পুলিশের নজরে AJAZ KHAN!

Spread the love

কীভাবে SEX করবেন কোন্ কোন্ পজিশনে SEX করবেন, সেই পদ্ধতি এবং পোজিশন শেখানো হচ্ছিল ‘হাউস অ্যারেস্ট’ রিয়ালিটি শোয়ে। ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও। যদিও এর সত্যতা যাচাই করেনি INDINEWS24… একটি পোস্টে দাবি করা হয়েছে, এই হাউস অ্যারেস্ট শো নিয়ে অভিযোগ করা হয়েছে থানায়। যে শো নিয়ে বিতর্ক, সেটি অভিনেতা অজাজ খানের (AJAZ KHAN) রিয়ালিটি শো। এই শোয়ের অ্যাঙ্কর আজাজ খানের নামেও নাকি থানায় ধর্ষের অভিযোগ দায়ের হয়েছে। আজাজ নাকি সিনেমায় কাজ দেবেন বলে ধর্ষণ করেছেন।
ইতিমধ্যে ওই রিয়ালিটি শোয়ে দেখা গিয়েছে, দু’জন বিভিন্ন SEX POSITION দেখাচ্ছেন। যা ক্যামেরার সামনে দেখানোর অর্থ ভারতীয় ন্যায় সংহিতায় দণ্ড। পাবলিক প্লেসে অশ্লীল কার্যকলাপ দেখানোর অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা, তথ্য প্রযুক্তি আইন-সহ বেশ কিছু ধারায় FIR করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *