আলিপুরদুয়ার লাগোয়া মাঝের ডাবরি চাবাগান। এখানে ২বি সেকশনে চিতাবাঘের হামলায় জখম হয়েছেন এক চা শ্রমিক।
রবিবার পৌনে দুটো। বাগানে চা পাতা তুলছিলেন মহিলা চা শ্রমিক। আচমকা চিতাবাঘ ঝাপিয়ে ওই মহিলা শ্রমিকের উপর পড়ে। কপালে চিতাবাঘের আচরে জখম হয়েছেন তিনি। বাগানের অন্যান্য শ্রমিকরা তাকে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় মাঝের ডাবরি চাবাগানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাঝের ডাবরি চাবাগানের ম্যানেজার চিন্ময় ধর বলেন , ‘এক মহিলা চা শ্রমিক চিতাবাঘের হামলায় জখম হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন। তিনি সুস্থ হয়ে উঠছেন।
বনকর্মীরা সর্বক্ষণ চাবাগানে পাহাড়া দিচ্ছেন। ওই এলাকায় খাঁচা পাতা সম্ভব নয়।’