জেলায় জেলায় তৃণমূল বিজেপি পালন করল রাম নবমী। রাম রাজনীতির ছবি দেখল গোটা বাংলা। দুই দলের নেতারাই রামনবমী পালন করেন। তৃণমূলের বিরুদ্ধে সরব সুকান্ত মজুমদার। রবিবার সন্ধ্যায় চুঁচুড়ায় বিজেপি রাজ্য সভাপতি রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহর বাড়িতে অন্নপূর্ণা পুজোয় যান সুকান্ত।
সেখানে তিনি তৃণমূলের রামনবমী নিয়ে বলেন, এরা হলো ভোট হিন্দু। এতদিন এরা বলতো রামনবমী বহিরাগতদের সংস্কৃতি। রাম ভারতবর্ষের দেবতা নয়। তৃণমূলের নেতা-নেত্রীরা এমন বক্তব্য রাখতেন। আজকে তাঁরা বুঝতে পেরেছেন, বাংলার হিন্দু সমাজ এদের ধূর্ত রূপটা ধরে ফেলেছে। মানুষকে বোকা বানানোর জন্য এখন তারা নব্য হিন্দু সেজেছে।ভোটের জন্য রামনবমী করবেন না। রামকে যদি ভালোবাসেন তার আদর্শকে যদি ভালোবাসেন তাহলে রামনবমী করুন । শওকত মোল্লা ll, tibio রামনবমীতে হাঁটছেন, এটা অত্যন্ত চিন্তার বিষয়। কারণ রাবণ একবার গেরুয়া বসন পড়ে সাধু সেজে এসেছিল। তখন সীতা হরণ হয়ে গিয়েছিল। সীতাহরণ হলে সীতাকে গিয়ে বনবাসে কাটাতে হবে। বাংলার জনগণকে বুঝতে হবে এদের ছদ্মবেশ যেন ধরে ফেলতে পারে। তৃণমূল নেতা কাজল শেখ কে ত্রিশূল হাতে দেখা গিয়েছে। সে প্রসঙ্গে সুকান্ত বলেন, একহাতে ত্রিশূল, অন্য হাতে বেলচা নিয়ে কয়লা পাচার করবে। তৃণমূলের সর্বময় কর্ত্রী ও সেকেন্ড ইন্ড কমান্ড একবার অযোধ্যা রাম মন্দিরে গিয়ে মাথানুয়ে আসতে বলুন। সেই দমও নেই সেই সাহসও নেই। কারণ ভোট ব্যাংক আছে বলে।