সশস্ত্র সীমা বলের প্রতিষ্ঠা দিবসে শুক্রবার এসএসবি-র শিলিগুড়ি হেডকোয়ার্টারে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার পাশাপাশি শহীদ বেদীতে মাল্যদান করেন অমিত শাহ। ভার্চুয়ালি পেট্রাপলের বর্ডার ফোর্সের বাসস্থানের উদ্বোধন করেন। এসএসবি-র জওয়ান এবং আধিকারিকদের সেবাপদক দিয়ে সম্মানিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জওয়ানদের প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ। তাঁর কথায়, শিলিগুড়ির করিডোরের সুরক্ষা সুনিশ্চিত করেছে এসএসবি।
জম্মু কাশ্মীরে চলছে একের পর এক জঙ্গি নিধনের কাজ। এই নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ-র মুখে জম্মু কাশ্মীরে জঙ্গি নিধন এবং নকশাল ও মাওবাদী মুক্ত দেশ গড়ার বার্তা।
অমিত শাহ জানান, ‘নো ম্যান্ডস ল্যান্ডে’ জিরো টলারেন্স নীতি নিয়েছে এসএসবি।