বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল। কিন্তু ঈদ উপলক্ষ্যে দুদিনের ছুটি ঘোষণা করতেই তুমুল সরগোল কলকাতা পৌরসভায়। বিজ্ঞপ্তি ঘিরে এমন শোরগোলে মাঠে নেমে পড়েছে বিজেপিও।
বিজেপি প্রশ্ন তোলে, “আমরা কি বাংলাদেশে বাস করছি?” এরপরই বিষয়টি প্রকাশ্যে আসার সাথে সাথেই পদক্ষেপ নেয় কলকাতা পৌরসভা। এক আধিকারিক কারো অনুমতি না নিয়ে ছুটির বিজ্ঞপ্তি জারি করেছেন বলে জানিয়েছে পৌরসভা। ওই আধিকারিক কে শোকজ করা হয়েছে এবং বিজ্ঞপ্তিটি বাতিলও করা হয়েছে।

বিতর্ক দানা বেঁধেছে মঙ্গলবার সন্ধ্যায় জারি করা নোটিস কে কেন্দ্র করে। পুরসভা শিক্ষা বিভাগের এডুকেশন ম্যানেজারের তরফে জারি করা নোটিশে জানানো হয়েছে, “কলকাতা পৌরসভা এলাকার অধীনে থাকা হিন্দি স্কুলগুলিতে এবার ঈদের জন্য দুদিন অর্থাৎ ৩২ শে মার্চ এবং ১লা এপ্রিল ছুটি থাকবে। বিশ্বকর্মা পুজো উপলক্ষে ১৭ সেপ্টেম্বর আলাদা করে কোন ছুটি দেওয়া হবে না। ঈদের ছুটির সঙ্গে ওই ছুটি অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে।” এরপরেই তুলকালাম শুরু করে বিজেপি।

বিজেপি সাংসদ জগন্নাথ চট্টোপাধ্যায় ভিডিও বার্তায় বলেন, “সারা দেশে ঈদে একদিন ছুটি। অথচ কলকাতায় বিশ্বকর্মা পূজোর ছুটি বাতিল করে ঈদে দুদিন ছুটি দেওয়া হয়েছে। আমরা কি বাংলাদেশে বাস করছি নাকি?”
শোরগোল শুরু হওয়ায় কলকাতা পৌরসভা নড়েচড়ে বসে। মেয়র পারিষদ সন্দীপন সাহা বলেন, “রাজ্য সরকারের ছুটির তালিকা মেনে কলকাতা পৌরসভা ছুটির তালিকা তৈরি করে। শিক্ষা বিভাগের ম্যানেজার কারো অনুমতি না নিয়ে নিজের মত বিশ্বকর্মা পুজোর ছুটিতে ঈদের ছুটি মিশিয়ে দিয়েছেন । এটা এক্তিয়ার বহির্ভূত। তাই ওই বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে।”