গত শুক্রবার শিলিগুড়ির জটিয়াখালি মোড়ের কাছে ভিনরাজ্য থেকে আসা প্রায় পঁচাত্তর লাখ টাকার নিষিদ্ধ মাদক মেশানো কাফ- সিরাপ বাজেয়াপ্ত করলো বেঙ্গল এস টি এফ-র শিলিগুড়ি ইউনিট। আটক উত্তর প্রদেশ থেকে ঢোকা পাচারে ব্যবহৃত ট্রাকটি। এন ডি পি এস আইনে মামলা রুজু বেঙ্গল এস টি এফ-র শিলিগুড়ি শাখা থানায়। ট্রাকটির রেজিস্ট্রেশন উত্তর প্রদেশের। ইতিমধ্যে দুজনকে গেফটার করা হয়েছে।
১) সত্যেন্দ্র ঠাকুর, বয়স ৪০। আগ্রার বাসিন্দা।
২) অভিনয় মিশ্রা, বয়স ২৮। মধ্যপ্রদেশের মৌগঞ্জের বাসিন্দা।
এর সঙ্গে আরও বড় চক্র জড়িয়ে থাকতে পারে। তদন্তে পুলিশ।