যমুনার জলে বিষ মেশাচ্ছে হরিয়ানা সরকার। অরবিন্দ কেজরিওয়ালের এই দাবির পর দিল্লির রাজনীতি তপ্ত। নির্বাচন কমিশনের দারস্থ্য হয়েছিল বিজেপির প্রতিনিধি দল। তারপরই যমুনার জলে বিষ প্রমাণ করতে বলা হয় অরবিন্দ কেজরিওয়ালকে। এরপর দিল্লি নির্বাচনের মুখে আদালতের ধাক্কা খেলেন অরবিন্দ কেজরিওয়াল। যমুনা মন্তব্যে ১৭ ই ফেব্রুয়ারির আগে হরিয়ানা আদালতে সুমনের হাজিরা দিতে হবে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।৫ই ফেব্রুয়ারি রাজধানীতে বিধানসভা নির্বাচন। তার আগে কি যমুনা জটে পড়লেন আপ সুপ্রিমো?মূলত একটি সংবাদমাধ্যমে কেজরিওয়াল দাবি করেছিলেন ৭ পার্টস প্রতি মিলিয়নে অ্যামোনিয়ার মাত্রা বাড়াচ্ছে হরিয়ানা। যা জলের মধ্যে মিশলে বিষের সমান। এমনকি এই জল রাহুল গান্ধী এবং অমিত শাহ কে পান করার কথা বলেছিলেন কেজরি