
Share Market: ট্রাম্প কোপে ভারত! শেয়ার মার্কেটে রেকর্ড পতন। মঙ্গলে হাল কেমন?
শেয়ার মার্কেটের গায়ে যেন রক্তের দাগ। ট্রাম্পের শুল্কনীতিতে সোমবার ভারতীয় শেয়ার বাজারে ধস। সোমবার সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে বিপুল ধস নামে সেনসেক্স ও নিফটিতে। প্রায় ৪ হাজার পয়েন্ট পতন হয় বম্বে স্টক এক্সচেঞ্জে। একই দশা নিফটির। ১ হাজার পয়েন্ট পড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচকও। মাত্র ১০ সেকেন্ডে উধাও ভারতীয় শেয়ার বাজারের ১৯ লক্ষ কোটি…