হাথরাস, উন্নাওয়ের পর এবার রাম রাজ্য। অযোধ্যায় বছর ২২/২৩ এর তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। পরিবারের দাবি, দেহে ছিল না কাপড়ের অংশ। দড়ি দিয়ে শক্ত করে বাঁধা ছিল হাত-পা। ক্ষতবিক্ষত দেহের একাধিক অংশ। গুঁড়িয়ে দেওয়া হয় হাড়ের একাধিক অংশ। দুটি চোখ উপড়ানো ছিল। যাকে বলে নজিরবিহীন নৃশংসতা। তরুণীর মৃত্যুতে রাজ্য রাজনীতি পিছিয়ে নেই। সমাজবাদী পার্টির বিভিন্ন নেতা নেত্রী বিচারের দাবি জানিয়েছেন। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। বাড়ি থেকে ৫০০ মিটার দূরে উদ্ধার হয় মৃতদেহটি। উত্তরপ্রদেশে মহিলারা একেবারেই নিরাপদ নন। যোগী সরকার সাধারণ মানুষের বেদনা বোঝেনা। মন্তব্য আজাদ সমাজ পার্টির সভাপতির।
এরা চেয়েও শুরু হয়েছে রাজনীতি। শাসক দলের নেতা-নেত্রীরা বিজেপি সরকার এবং যোগী রাজ্যকে নিশানা করেছেন। এই নিশংস ঘটনার মধ্যে কুম্ভ মেলায় গিয়েছেন ভুটানের রাজা। তাকে নিয়ে ব্যস্ত রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই ছবি রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
Ayodhya Rape: অযোধ্যায় ধর্ষণ করে চোখ উপড়ে খুন, দলিত তরুণী খুনে ছিঃ ছিঃ
