শিশু কন্যাকে মার্চ মাসের ৫ তারিখে অপহরণ করা হয়েছে বলে দাবি। এক মহিলা শিশুটিকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। অনুমান করা হচ্ছে মহিলাটি “যাযাবর গ্যাং” এর সদস্য।
ঘটনার তদন্তে নেমেছে জিআরপি । বিশেষ একটি দল গঠন করা হয়েছে। জিআরপি সূত্রে জানা গিয়েছে, দুই শিশুকে নিয়ে হাওড়া স্টেশনে এসেছিলেন তাদের মা। এক মহিলা এসে তার সঙ্গে ভাব জমায়। একটু অন্যমনস্ক হতেই অভিযুক্ত মহিলা ছোট শিশু কন্যাকে নিয়ে ভিড়ের মধ্যে গা ঢাকা দেয় বলে অভিযোগ।
যদিও এখনো পর্যন্ত মুক্তিপণ যে কোন ফোন আসেনি। অপহরণের মামলা রুজু করে তদন্ত করা শুরু করা হয়েছে।
রেল পুলিশ সুপার পুষ্পা বলেন, “শিশুকন্যা অপহরণ হয়েছে বলে অভিযোগ আমরা পেয়েছি। নিরাপত্তার খাতিরে বিষয়টি গোপন রাখা হয়েছে। পুরোদমে তদন্ত চলছে।”
হাওড়া স্টেশনে যাত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়ায় প্রচুর অবৈধ ব্যক্তি প্রবেশ করে। তার মধ্যে রয়েছে যাযাবর গোষ্ঠী। এরা বিনা টিকিটে ভ্রমণ করেন শুধু তাই নয়, এদের বিরুদ্ধে বহুবার চুরির অভিযোগও উঠেছে। সেই যাযাবর গোষ্ঠীই কি শিশু কন্যাকে গ্রেফতার করেছে সেটাই খতিয়ে দেখা হচ্ছে।