মিশরের বিরল প্রজাতির পাখি। সেটাই উদ্ধার করে বন দফতরেরহাতে তুলে দিকেন এলাকার বাসিন্দারা। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকায় বৃহস্পতিবার বিকাল ৪ টে নাগাদ এক বিরল প্রজাতির পাখি দেখতে পান স্থানীয় বাসিন্দারা । সঙ্গে সঙ্গে ওই এলাকার বেশ কয়েকজন ওই পাখিটিকে উদ্ধার করে খবর দেন হিঙ্গলগঞ্জ থানার পুলিশকে। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ সঙ্গে সঙ্গে খবর দেয় বন দপ্তরে। খবর পেয়ে মিনাখা বন দফতরের কর্মীরা ওই এলাকায় পৌঁছে ওই বিরল প্রজাতির ওই পাখিটিকে উদ্ধার করে। বনদপ্তর সূত্রে জানা যায় ওই পাখিটির নাম সিকারা। এটি মিশর দেশের একটি পাখি। তবে এই পাখির ছোট বাচ্চাটি কি করে এই এলাকায় এলো বা এই এলাকায় কোন বড় পাখি আছে কি না তা জানার চেষ্টা করছে বন দফতরের কর্মীরা।
মিশরের পাখি হিঙ্গলগঞ্জে?
