অভিজিৎ সরকার খুনের তদন্ত মামলায় নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের!

Spread the love

বিরোধীদের দাবি অনুযায়ী, ২০২১ সালের শেষ বিধানসভা নির্বাচনে রাজ্যে রক্ত কম ঝরেনি। ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের অভিযোগ ওঠে পশ্চিমবঙ্গে। তদন্তভার সিবিআই এর হাতে। ২০২৩ সালে কেষ্টপুর থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা মাথাপিছু ঘোষণাও করেছিল সিবিআই।

২১ অগাস্ট ২০২৪ সালে অভিযুক্ত সঞ্জয় সামন্ত ও সুমির সামন্তকে বেল দিয়েছিল শিয়ালদহ আদালত। সেই নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্ট। শুভ্রা ঘোষের বেঞ্চ এই নির্দেশ খারিজ করেছে। পাশাপাশি সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাদের বলা হয়েছে, উপরিউক্ত দুজনকে হেফাজতে নিতে।

প্রসঙ্গত মনে রাখতে হবে, ২০২১ সালের দোসরা মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই ওইদিন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুন করার অভিযোগ ওঠে। সেই মামলায় এবার বিশ্বজিৎ সরকার বনাম সিবিআইয়ের জল গড়ালো হাইকোর্টে। সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন মৃত বিজেপি কর্মীর পরিবার। অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার সিবিআই এর বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *