বছর চারেকের পরিচয়ের পরিণতি হলো আজ। মন থেকে দুজনে দুজনকে বললেন, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। সাক্ষী থাকলেন ঘনিষ্ঠ মহলের বেশ কিছু মানুষ।
ছক ভেঙে বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে দেখা। সেখান থেকেই আলাপ, ঘনিষ্ঠতা। অবশেষে বছর চারেক করে ২০২১ এর সেই সম্পর্ককে স্বীকৃতি দিলেন আজ। নিউটাউনের বাড়িতে রেজিস্ট্রি বিয়ের পর বৈদিক মতে বিয়ে করেন তারা।

সাদা পাঞ্জাবি, মাথায় টোপর পরে বিয়েতে বসেন দিলীপ ঘোষ। রাজনীতির বাইরে দিলিপের এই এক অন্য ছবি। বিয়ের কনে রিঙ্কুও পার্লার থেকে সেজে সোজা বিয়ে করতে যান বরের বাড়ি। পরনে লাল টুকটুকে বেনারসি, মাথায় শোলার মুকুট, গা ভর্তি গয়না পড়ে নিজেই গাড়িতে চড়ে গেলেন দিলীপ বাবুর বাড়ি বিয়ে করতে।
উপস্থিত ছিলেন দিলীপ ঘোষের মা সহ পরিবারের লোকজন। রিঙ্কুর ঘনিষ্ঠরাও উপস্থিত ছিলেন। যদিও তার ছেলে প্রীতম মজুমদার বিয়েতে অনুপস্থিত ছিলেন। তবে মায়ের বিয়েতে তার যথেষ্ট সমর্থন রয়েছে।
সংসার জীবনে পা রাখায় নিজের দলের এবং বিরোধীদলের মানুষজনের কাছ থেকে অসংখ্য শুভেচ্ছা বার্তা দিলীপ ও রিঙ্কু পেয়েছে। মায়ের জোরাজুরির কাছে অবশেষে হার মানলেন সংঘের প্রচারক দিলীপ ঘোষ।