বিএনপি নেতার কথায় ফের ভারতবিদ্বেষী মনোভাব। ভারত নাকি বাংলাদেশকে লুঠ করেছে। তাও আবার শেখ হাসিনার সঙ্গে। যারা নিজেরা ভারত, ইন্দোনেশিয়ার থেকে আমদানি করে সামগ্রী নেয়, তাদের ভারত লুঠ করবে কেন? মূলত তেল, চিনি, পেঁয়াজ-সহ একাধিক দ্রব্যে ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ। সেই দেশের নেতার মুখে এই কথা?
Video Player
00:00
00:00
ত্রিপুরার কাছে প্রায় ২০০ কোটি টাকা বিদ্যুৎ বিলে বকেয়া করে বসে আছে। এদিকে ভারতকে বলছে লুঠেরা। মানে মুখে কিছু বাধে না?