ব্যাগ ভর্তি বোমা উদ্ধার। ঘটনাস্থল আবার সেই মুর্শিদাবাদ। ব্যাপক চাঞ্চল্য সাগরপাড়ায়।
একদিকে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা।ঘটনাটি ঘটেছে সোমবার। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার চক রামপ্রসাদ দক্ষিণপাড়া মাঠ এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় এই দিন জমিতে জল দেওয়ার জন্য ব্যবস্থা করছিল। সেই সময় জমির পাশের জঙ্গলের ভিতরে একটি ব্যাগ দেখতে পান। ওই ব্যাগ থেকে উদ্ধার হয় সকেট বোমা। তড়িঘরি সাগরপাড়া থানার পুলিশকে খবর দেওয়া হয়। এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। ওই ঘটনাস্থলে অপ্রীতিকর ঘটনা এড়াতে পাহারায় রয়েছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যে বম্ব স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয়। বম্ব গুলি নিষ্ক্রিয় করার জন্যে বম্ব স্কোয়াড কর্মীদের। কী কারণে বোমা মজুদ করা হয়েছিল? কে মজুত করেছিল? তবে কি মুর্শিদাবাদের উত্তপ্ত জায়গায় বোমার জোগান দিতেই মজুত? অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ।